এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ৪১ বছর পর প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। ওয়ানডে এবং টি-টুয়েন্টি দুই সংস্করণের সবগুলো আসরেই এটি হবে শিরোপামঞ্চে তাদের প্রথম দেখা। রোববার রাত সাড়ে ৮টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে দুই দলের মহারণ।
এশিয়া কাপে সবচেয়ে সফল দল ভারত। এশিয়া কাপ ওয়ানডেতে ১৪ আসরের সাতটি আসরের শিরোপা উঁচিয়ে ধরেছে ভারত। বিপরীতে পাকিস্তানের ঝুলিতে আছে দুটি শিরোপা। এবারের এশিয়া কাপের টি-টুয়েন্টি আসরটি তৃতীয়। আগের দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। এখনো টি-টুয়েন্টি আসরে শিরোপার মুখ দেখেনি পাকিস্তান। ২০১৬ সালের ফাইনালটি শ্রীলঙ্কার সঙ্গে হেরেছিল তারা।
এশিয়া কাপে ভারতের পর সবচেয়ে সফল দল শ্রীলঙ্কা। তাদের ঝুলিতে আছে ছয়টি শিরোপা। চলতি আসরে শ্রীলঙ্কা ও বাংলাদেশ বিদায় নিয়েছে সুপার ফোর থেকে। এশিয়া কাপের চলতি আসরে দুদলের দেখা হয়েছে দুবার। গ্রুপপর্বে ভারত-পাকিস্তানের দেখায় ৭ উইকেটের জয় পায় ভারত। সুপার ফোরের দেখাতেও জিতেছে ভারত। সে ম্যাচে জয় পায় ৬ উইকেটে।
পাকিস্তান ওয়ানডে এশিয়া কাপে এপর্যন্ত খেলেছে ৫০ ম্যাচ। এর মধ্যে তারা জিতেছে ২৮ ম্যাচ। ভারত ৫৫ ম্যাচ খেলে জিতছে ৩৫ ম্যাচ। এশিয়া কাপ টি- টুয়েন্টিতে ভারত ১৬ ম্যাচ খেলে জিতেছে ১৩টিতে। সমানসংখ্যক ম্যাচ খেলে ৯টি ম্যাচ জিতেছে পাকিস্তান।
এশিয়া কাপের দুই সংস্করণে দুদল মুখোমুখি হয়েছে ২১ বার। ভারত ১২ ম্যাচ জিতেছে। পাকিস্তান জিতেছে ৬ ম্যাচ। ফলাফল হয়নি ৩ ম্যাচে। এশিয়া কাপ টি-টুয়েন্টিতে ৫ ম্যাচে ভারতের জয় ৪টি। পাকিস্তানের জয় শুধু একটি। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে দুদলের দেখা হয় ১৫ বার। এরমধ্যে ভারত ১২ ম্যাচ জিতেছে আর পাকিস্তান জিতেছে ৩ ম্যাচ।