গাজীপুরের কালিয়াকৈরে বনের সরকারি জমিতে অবৈধভাবে গড়ে উঠা ৬৫টি স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কালিয়াকৈরের পূর্ব চান্দরা সরকার পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহামেদ ও বিভাগীয় বন কর্মকর্তা বসিউল আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগের জমিতে অবৈধভাবে গড়ে উঠা দোকান, বসত ঘর সহ ৬৫টি স্থাপনা উচ্ছেদ করা হয় । এসময় সেনা বাহিনী,বন বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।