সংবাদ শিরোনাম ::
Logo ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন ও মাদুরোর অপহরণের প্রতিক্রিয়ায় স্পষ্ট বৈশ্বিক বিভক্তি Logo এলপি গ্যাসের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ Logo টি২০ বিশ্বকাপে কোনো দেশ বা দল অংশগ্রহণ করতে না চাইলে নিয়ম যা বলছে Logo ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের আগ্রাসন: মাদুরোকে তুলে নেয়ার পর সর্বশেষ যা জানা গেল Logo শীতকালে কলা খাওয়া কি উপকারী? Logo সুন্দরবনে চোরা শিকারিদের ফাঁদে আটকা বাঘ, রবিবারই উদ্ধারের আশা Logo জমকালো আয়োজনে প্রকৃতি ও জীবন ক্লাবের মহাসম্মেলন ও পুরস্কার প্রদান Logo পরিবেশ ও জীববৈচিত্র্য বিষয়ক ভিডিওচিত্র প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ Logo বর্ণাঢ্য আয়োজনে সবুজে সাজাই বাংলাদেশ মহাসম্মেলনে বৃক্ষরোপণ কর্মসূচির সফলতা উদযাপন (ছবিগল্প) Logo ক্রিকেটের উন্নতির জন্য অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের পথ অনুসরণ করছে বিসিবি
প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র

শিক্ষাবৃত্তির সহায়তায় আজমাইনের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ

শিক্ষাবৃত্তির সহায়তায় আজমাইনের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ

একটি দেশের অগ্রযাত্রায় সুবিন্যস্ত ও সুপরিকল্পিত স্বাস্থ্যসেবা অনেকাংশে অগ্রণী ভূমিকা পালন করলেও, এদেশের বহু মানুষই এ থেকে বঞ্চিত। প্রয়োজনীয় চিকিৎসকের অভাব, নার্স ও স্বাস্থ্য সহকারী না থাকা, চিকিৎসা সরঞ্জামাদির অভাব, চিকিৎসা ব্যয় বৃদ্ধি এসব কারণে চিকিৎসা সেবা ক্রমাগত ব্যাহত হচ্ছে। এছাড়াও দেশের বেশির ভাগ উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নেই। যা বাংলাদেশের স্বাস্থ্য খাতের আরো একটি অন্যতম দুর্বলতা।

শুধু তাই নয়, মেডিকেল পর্যায়ে যেসব শিক্ষার্থীরা দেশের চিকিৎসাখাতে অবদান রাখতে তৈরি হয়, তার একটা মেধাবী অংশ কেবল আর্থিক স্বচ্ছলতার অভাবে ছিটকে পড়ে। একজন সুযোগ্য ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করার স্বপ্ন তখন দুঃস্বপ্নে পরিণত হয়। আজমাইন হোসাইন খান তাদেরই একজন।

শিক্ষাবৃত্তির সহায়তায় আজমাইনের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ, প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রে, Prokriti O Jibon Shastho Sheba Kendro, prokritibarta

ঢাকার মিরপুর-১ এ ডেলটা মেডিকেল কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ডেন্টাল বিভাগের ৮ নং ব্যাচের শিক্ষার্থী আজমাইন।

তার বাবা পেশায় একজন চায়ের দোকানদার। আর মা গৃহিণী। পূর্বে আজমাইনের বাবা ড্রাইভার পেশায় নিয়োজিত ছিলেন। যা আয় করতেন, তার বড় একটা অংশ ব্যয় হতো ছেলের মেডিক্যাল পড়ার খরচ হিসেবে। কিন্তু, আকস্মিক এক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হওয়ার পর থেকে ড্রাইভিং পেশা ছেড়ে দেন এবং একটি চায়ের দোকান দিয়ে তা থেকে পরিবার ও সন্তানের পড়ার জন্য আয়ের ব্যবস্থা করতে থাকেন। চায়ের দোকান থেকে সংসারে কিছুটা আয় যোগ হলেও দ্রব্যমূল্যের দৌরাত্ম ও ছেলের পড়ার খরচ সামলে পারিবারিক অসচ্ছলতা কমাতে পারছিলেনই না, সেই সাথে আজমাইনের শিক্ষাজীবনে নেমে আসে নিদারুণ এক পরিস্থিতি। আর্থিক সমস্যার কারণে তার পড়াশুনার খরচ ও হোস্টেল ভাড়া দেওয়া কষ্টকর হয়ে পরায় মেডিকেলে পড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল।

পরবর্তীতে আজমাইন জানতে পারে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র সম্পর্কে, যা দেশের বিভিন্ন জেলায় গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে। নিজের শিক্ষাজীবন আলোকিত করতে সেও তাই আবেদন করে শিক্ষাবৃত্তি প্রাপ্তির প্রত্যাশায়।

শিক্ষাবৃত্তির সহায়তায় আজমাইনের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ, প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রে, Prokriti O Jibon Shastho Sheba Kendro, prokritibarta

আজমাইনের আবেদন এর প্রেক্ষিতে বিভিন্ন বিষয় বিবেচনা করে তার মেডিকেল কলেজের শিক্ষাজীবন চলমান রাখতে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের মাধ্যমে জুলাই ২০২৩ থেকে প্রতি মাসে শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে।

সে আশা করছে, শিক্ষাবৃত্তি চলমান থাকলে মেডিক্যালের পড়াশুনা শেষ করতে পারবে। আজমাইন শিক্ষাজীবন শেষে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রে স্বেচ্ছাসেবক চিকিৎসক হিসেবে মানবিক ও কল্যাণমূলক কাজে সশরীরে অংশগ্রহণ করতে চায়।

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন ও মাদুরোর অপহরণের প্রতিক্রিয়ায় স্পষ্ট বৈশ্বিক বিভক্তি

প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র

শিক্ষাবৃত্তির সহায়তায় আজমাইনের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ

আপডেট সময় ০৫:৫০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

একটি দেশের অগ্রযাত্রায় সুবিন্যস্ত ও সুপরিকল্পিত স্বাস্থ্যসেবা অনেকাংশে অগ্রণী ভূমিকা পালন করলেও, এদেশের বহু মানুষই এ থেকে বঞ্চিত। প্রয়োজনীয় চিকিৎসকের অভাব, নার্স ও স্বাস্থ্য সহকারী না থাকা, চিকিৎসা সরঞ্জামাদির অভাব, চিকিৎসা ব্যয় বৃদ্ধি এসব কারণে চিকিৎসা সেবা ক্রমাগত ব্যাহত হচ্ছে। এছাড়াও দেশের বেশির ভাগ উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নেই। যা বাংলাদেশের স্বাস্থ্য খাতের আরো একটি অন্যতম দুর্বলতা।

শুধু তাই নয়, মেডিকেল পর্যায়ে যেসব শিক্ষার্থীরা দেশের চিকিৎসাখাতে অবদান রাখতে তৈরি হয়, তার একটা মেধাবী অংশ কেবল আর্থিক স্বচ্ছলতার অভাবে ছিটকে পড়ে। একজন সুযোগ্য ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করার স্বপ্ন তখন দুঃস্বপ্নে পরিণত হয়। আজমাইন হোসাইন খান তাদেরই একজন।

শিক্ষাবৃত্তির সহায়তায় আজমাইনের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ, প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রে, Prokriti O Jibon Shastho Sheba Kendro, prokritibarta

ঢাকার মিরপুর-১ এ ডেলটা মেডিকেল কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ডেন্টাল বিভাগের ৮ নং ব্যাচের শিক্ষার্থী আজমাইন।

তার বাবা পেশায় একজন চায়ের দোকানদার। আর মা গৃহিণী। পূর্বে আজমাইনের বাবা ড্রাইভার পেশায় নিয়োজিত ছিলেন। যা আয় করতেন, তার বড় একটা অংশ ব্যয় হতো ছেলের মেডিক্যাল পড়ার খরচ হিসেবে। কিন্তু, আকস্মিক এক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হওয়ার পর থেকে ড্রাইভিং পেশা ছেড়ে দেন এবং একটি চায়ের দোকান দিয়ে তা থেকে পরিবার ও সন্তানের পড়ার জন্য আয়ের ব্যবস্থা করতে থাকেন। চায়ের দোকান থেকে সংসারে কিছুটা আয় যোগ হলেও দ্রব্যমূল্যের দৌরাত্ম ও ছেলের পড়ার খরচ সামলে পারিবারিক অসচ্ছলতা কমাতে পারছিলেনই না, সেই সাথে আজমাইনের শিক্ষাজীবনে নেমে আসে নিদারুণ এক পরিস্থিতি। আর্থিক সমস্যার কারণে তার পড়াশুনার খরচ ও হোস্টেল ভাড়া দেওয়া কষ্টকর হয়ে পরায় মেডিকেলে পড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল।

পরবর্তীতে আজমাইন জানতে পারে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র সম্পর্কে, যা দেশের বিভিন্ন জেলায় গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে। নিজের শিক্ষাজীবন আলোকিত করতে সেও তাই আবেদন করে শিক্ষাবৃত্তি প্রাপ্তির প্রত্যাশায়।

শিক্ষাবৃত্তির সহায়তায় আজমাইনের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ, প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রে, Prokriti O Jibon Shastho Sheba Kendro, prokritibarta

আজমাইনের আবেদন এর প্রেক্ষিতে বিভিন্ন বিষয় বিবেচনা করে তার মেডিকেল কলেজের শিক্ষাজীবন চলমান রাখতে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের মাধ্যমে জুলাই ২০২৩ থেকে প্রতি মাসে শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে।

সে আশা করছে, শিক্ষাবৃত্তি চলমান থাকলে মেডিক্যালের পড়াশুনা শেষ করতে পারবে। আজমাইন শিক্ষাজীবন শেষে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রে স্বেচ্ছাসেবক চিকিৎসক হিসেবে মানবিক ও কল্যাণমূলক কাজে সশরীরে অংশগ্রহণ করতে চায়।