সংবাদ শিরোনাম ::
Logo পাকিস্তানকে ধ্বংস করে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হলো ভারত Logo দুর্যোগপ্রবণ এলাকায় জলবায়ু সহনশীল আবাসন তৈরিতে সহায়তার আহ্বান প্রধান উপদেষ্টার Logo এবার অনির্বাণকে নিয়ে মুখ খুললেন রুদ্রনীল Logo ঢাকায় প্রথম সরকারি গ্রিন বিল্ডিং হবে পরিবেশ অধিদপ্তরের নতুন ভবন:  পরিবেশ উপদেষ্টা Logo বিশ্ব নদী দিবসে দেশীয় গণমাধ্যমে বিশেষ প্রতিবেদন, দেশজুড়ে নানা কর্মসূচি Logo অমর একুশে বইমেলার তারিখ নিয়ে নতুন অনিশ্চয়তা Logo যেসব অভ্যাসের কারনে আপনি পিছিয়ে যাচ্ছেন Logo সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে নির্বাচন কমিশনের সংলাপ শুরু Logo এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ মুখোমুখি হবে ভারত-পাকিস্তান Logo ভারত কী পারবে ফাইনালে পাকিস্তানকে ধুলোয় মিশিয়ে দিতে?

মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ

বলিউডের জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফ মা হতে চলেছেন—গত সপ্তাহে এমন খবর ছড়িয়ে পড়েছিল ভারতীয় মিডিয়ায়। এবার সেই খবরের প্রমাণও সামনে এলো। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, চেরি রঙের একটি গাউন পরে ক্যাটরিনা; সেই ছবিতেই স্পষ্ট হয়েছে তার বেবিবাম্প। প্রিয় তারকার মাতৃত্বের খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। কেউ লেখেছেন, ‘আমি আর অপেক্ষা করতে পারছি না।’ অন্য এক ভক্ত জানিয়েছেন, ‘ক্যাটরিনার মা হওয়ার খবর শুনে আমি ছেলেমানুষের মতো খুশি।’

এদিকে, সূত্রের বরাতে জানা গেছে, চলতি বছরের অক্টোবর বা নভেম্বর মাসে ক্যাটরিনা কাইফ সন্তানের জন্ম দিতে পারেন। তবে নায়িকা ও তার স্বামী অভিনেতা ভিকি কৌশল এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।

ক্যাটরিনা ও ভিকি কৌশল ২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা প্যালেসে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। তাদের বিয়ের অনুষ্ঠানটি ছিল বলিউডের অন্যতম আলোচিত আয়োজন। এদিকে অভিনয়ের দিক থেকে ব্যস্ত সময় পার করছেন ভিকি এবং বিয়ের পর থেকেই ক্যাটরিনা আছেন অভিনয় থেকে কিছুটা দূরে। তাকে সর্বশেষ দেখা গেছে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়, যেখানে তার সহশিল্পী ছিলেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতি। অন্যদিকে, ভিকি কৌশল সম্প্রতি অভিনয় করেছেন ‘ছাভা’ সিনেমায়, যেখানে তিনি স্ক্রিন শেয়ার করেছেন রাশমিকা মান্দানার সঙ্গে।

প্রকাশ্যে ধরা পড়া বেবিবাম্পের ছবি ভক্তদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। মাতৃত্বের পথে ক্যাটরিনার এ নতুন অধ্যায়কে ঘিরে ভক্ত-দর্শকদের আগ্রহ এখন প্রথম সন্তানের আগমনের অপেক্ষায়। বলিউডের এ অভিনেত্রী অভিনয় থেকে দূরে থাকলেও ব্যস্ততা আছে বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন নিয়ে। এ ছাড়া ২০১৯ সালে ‘কে বিউটি’ নামে একটি ভারতীয় বিউটি প্রোডাক্ট লাইন চালু করেন ক্যাট। যেই ব্র্যান্ডের লক্ষ্য ভারতীয় ত্বকের উপযোগী মানসম্পন্ন ও পেশাদার মেকআপ সরঞ্জাম তৈরি করা। বর্তমানে ক্যাটরিনা এ প্রতিষ্ঠানের প্রোডাক্ট রিভিউ নিয়েই ব্যস্ত সময় পার করছেন, যার প্রমাণ মিলেছে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও প্রতিষ্ঠানটির ইনস্টা অ্যাকাউন্টে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানকে ধ্বংস করে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হলো ভারত

মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ

আপডেট সময় ০২:৩২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

বলিউডের জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফ মা হতে চলেছেন—গত সপ্তাহে এমন খবর ছড়িয়ে পড়েছিল ভারতীয় মিডিয়ায়। এবার সেই খবরের প্রমাণও সামনে এলো। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, চেরি রঙের একটি গাউন পরে ক্যাটরিনা; সেই ছবিতেই স্পষ্ট হয়েছে তার বেবিবাম্প। প্রিয় তারকার মাতৃত্বের খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। কেউ লেখেছেন, ‘আমি আর অপেক্ষা করতে পারছি না।’ অন্য এক ভক্ত জানিয়েছেন, ‘ক্যাটরিনার মা হওয়ার খবর শুনে আমি ছেলেমানুষের মতো খুশি।’

এদিকে, সূত্রের বরাতে জানা গেছে, চলতি বছরের অক্টোবর বা নভেম্বর মাসে ক্যাটরিনা কাইফ সন্তানের জন্ম দিতে পারেন। তবে নায়িকা ও তার স্বামী অভিনেতা ভিকি কৌশল এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।

ক্যাটরিনা ও ভিকি কৌশল ২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা প্যালেসে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। তাদের বিয়ের অনুষ্ঠানটি ছিল বলিউডের অন্যতম আলোচিত আয়োজন। এদিকে অভিনয়ের দিক থেকে ব্যস্ত সময় পার করছেন ভিকি এবং বিয়ের পর থেকেই ক্যাটরিনা আছেন অভিনয় থেকে কিছুটা দূরে। তাকে সর্বশেষ দেখা গেছে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়, যেখানে তার সহশিল্পী ছিলেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতি। অন্যদিকে, ভিকি কৌশল সম্প্রতি অভিনয় করেছেন ‘ছাভা’ সিনেমায়, যেখানে তিনি স্ক্রিন শেয়ার করেছেন রাশমিকা মান্দানার সঙ্গে।

প্রকাশ্যে ধরা পড়া বেবিবাম্পের ছবি ভক্তদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। মাতৃত্বের পথে ক্যাটরিনার এ নতুন অধ্যায়কে ঘিরে ভক্ত-দর্শকদের আগ্রহ এখন প্রথম সন্তানের আগমনের অপেক্ষায়। বলিউডের এ অভিনেত্রী অভিনয় থেকে দূরে থাকলেও ব্যস্ততা আছে বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন নিয়ে। এ ছাড়া ২০১৯ সালে ‘কে বিউটি’ নামে একটি ভারতীয় বিউটি প্রোডাক্ট লাইন চালু করেন ক্যাট। যেই ব্র্যান্ডের লক্ষ্য ভারতীয় ত্বকের উপযোগী মানসম্পন্ন ও পেশাদার মেকআপ সরঞ্জাম তৈরি করা। বর্তমানে ক্যাটরিনা এ প্রতিষ্ঠানের প্রোডাক্ট রিভিউ নিয়েই ব্যস্ত সময় পার করছেন, যার প্রমাণ মিলেছে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও প্রতিষ্ঠানটির ইনস্টা অ্যাকাউন্টে।